র্যাব-১৪, সিপিসি-২ করিমগঞ্জে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে। উপজেলার পানাহার পশ্চিম হাটী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ রতন মিয়া (৩০) জয়কা ইউনিয়নের পানাহার এলাকার মোঃ বকুল মিয়ার পুত্র। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ সিপসি-২ জানতে পারে করিমগঞ্জ উপজেলার পানহার পশ্চিম হাটী এলাকায় গাঁজাসহ রতন অবস্থান করছে। তথ্যের সত্যতা পাওয়া গেলে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Comments
comments