ঢাকাশনিবার , ৮ অক্টোবর ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পুত্রের অবস্থা আশঙ্কাজনক

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ৮, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে মো: আক্কাস মিয়া (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে বৃষ্টির সময় উপজেলার গুনধর ইউনিয়নের ফালিয়া বিলের পাশে আন্তার বন্দে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। আক্কাস মিয়া সুলতাননগর গ্রামের কাছুম আলীর ছেলে। এ ঘটনায় আক্কাস মিয়ার ছেলে আরকানও (১৪) গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আছে।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আক্কাস মিয়া তার ছেলেকে নিয়ে গ্রামের পিছনে আন্তার বন্দে ধানের জমিতে ঘাস তুলতে গিয়েছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে পিতা পুত্র দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিতাকে মৃত ঘোষণা করেন। মৃত কৃষক আক্কাস আলী (৫০) কৃষি কাজের পাশাপাশি গরুর ব্যবসা করে সংসার চালাতেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টিপাতের সময় বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হয়ে তাৎক্ষণিক মৃত্যু হয়।

Comments

comments