কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে ৩০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২। শনিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার আশুতিয়া পাড়া থেকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো করিমগঞ্জ উপজেলার আশুতিয়া এলাকার মৃত আব্দুল গফুরের পুত্র তহুরুল মিয়া (৫৪), সদর উপজেলার কাচারীপাড়া এলাকার মতিউর রহমানের পুত্র মোঃ নাঈম(৩০)।
র্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে করিমগঞ্জ উপজেলার আশুতিয়া পাড়ায় কতিপয় ব্যক্তিব হেরোইনসহ অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাইয়ের পরঅভিযান পরিচালনা করে তহুরুল ও নাঈমকে ৩০ গ্রাম হেরোইন, ০১টি মোবাইল ও নগদ এক হাজার ছয়শত দশ টাকাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে তহুরুল এবং নাঈম হেরোইন ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Comments
comments