করিমগঞ্জে ৭৮৫ পিস ইয়াবাসহ র্যাবের হাতে এক যুবক আটক হয়েছে। শনিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১৪ সিপিসি-২ উপজেলার কোনাপাড়া এলাকা থেকে তাকে আটক করে। আটক মোঃ ওমর গাজী করিমগঞ্জ উপজেলার কুদির জঙ্গল কোনাপাড়া এলাকার মৃত মোস্তাক আহম্মেদের পুত্র।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওমর করিমগঞ্জ উপজেলার কোনাপাড়া এলাকায় অবস্থান করছে। সত্যতা নিশ্চিত করে আমরা অভিযান পরিচালনা করে তাকে ৭৮৫ পিস ইয়াবাসহ আটক করি।
র্যাব-১৪ সিপিসি-২ কোম্পানী কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান জানান, দীর্ঘদিন যাবত ওমর গাজী ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। করিমগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওমর গাজীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Comments
comments