ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কলম ২৪. কমে সংবাদ প্রকাশের পর বয়স্ক ভাতার কার্ড পেলেন আয়মনা খাতুন

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ২১, ২০২০ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

আর কত বয়স হলে বয়স্ক ভাতার কার্ড পাবে পাকুন্দিয়ার আয়মনা খাতুন” এই শিরোনামে গত ৭  সেপ্টেম্বর কলম ২৪.কমে সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদের (বর্তমানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) নজরে আসে। এ বিষয়ে উপজেলা প্রশাসন কে দ্রুত ব্যাবস্হা নিতে নির্দেশ দেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) দুপরে আয়মনা খাতুনের বাড়িতে গিয়ে বয়স্ক ভাতার প্রদান করেন। এসময় সুখিয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আঃ হামিদ টিটু, সুখিয়া ইউপির সচিব শফিকুল ইসলাম রতন,ইউনিয়ন সমাজকর্মী মোঃ মীর কাশেম, সমাজ সেবক সৈয়দুর রহমান সৈয়দ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত সোমবার (২০ সেপ্টেম্বর)  অরাজনৈতিক সংগঠন চরপলাশ জনকল্যাণ ফাউন্ডেশন নগদ অর্থ সহ বয়স্কভাতার কার্ড প্রদান এবং আয়মনা খাতুনের চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেছিল। এখন থেকে চরপলাশ জনকল্যাণ ফাউন্ডেশন চিকিৎসা সেবা চালিয়ে নেবেন।

এ বিষয়ে সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ হামিদ টিটু বলেন, আমরা সুখিয়া ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা সমাজসেবা অফিসে আয়মনা খাতুনের কাগজপত্র জমা দিয়েছিলাম হয়তো কোন কারণে বাদ পরে গিয়েছিল তারপর গণমাধ্যমে সংবাদটি প্রকাশের পর সংশোধন করে আজ দিয়েছি।

Comments

comments

কলম ২৪.কমে সংবাদ প্রকাশের পর পাশে দাঁড়িয়েছে চরপলাশ জনকল্যাণ ফাউন্ডেশ

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ২০, ২০২০ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

“আর কত বয়স হলে বয়স্ক ভাতার কার্ড পাবে পাকুন্দিয়ার আয়মনা খাতুন”, এই শিরোনামে গত ৭ সেপ্টেম্বর কলম ২৪.কমে সংবাদ প্রকাশের পর সোমবার (২০ সেপ্টেম্বর)  অরাজনৈতিক সংগঠন চরপলাশ জনকল্যাণ ফাউন্ডেশন নগদ অর্থ সহ বয়স্কভাতার কার্ড প্রদান করেন এবং আয়মনা খাতুনের চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন। পরে চরপলাশ উচ্চ বিদ্যালয়ে সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপণ এবং দুই শতাধিক   গাছের চারা বিতরণ করেন।
এসময় সংগঠনের সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সৈয়দুজ্জামানের সন্চালনায় বক্তব্য রাখেন , উপদেষ্টা মনিরুল ইসলাম, কনক ভূঁইয়া, আলাউদ্দিন মেম্বার, মতি মেম্বার রাজন মিয়া প্রমুখ।
উপদেষ্টা মনিরুল ইসলাম বলেন আমার যে ইচ্ছে ছিল, সপ্ন ছিল তাহা চরপলাশ জনকল্যাণ ফাউন্ডেশন করে যাচ্ছে। তাই সংগঠনটি করার জন্য এলকার ছোট ভাইদের ধন্যবাদ জানাই। আয়মনা খাতুনে সংবাদটি কলম ২৪.কমে পড়ি। জনকল্যাণ ফাউন্ডেশন পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করিতেছে আমি সংগঠনের মঙ্গল কামনা করছি এবং ফান্ডের জন্য নগদ দশ হাজার টাকা প্রদান করেন।

উল্লেখ্যঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আয়মনা খাতুনের জন্ম ১৯৩২ সালে। স্বামী মারা গিয়েছে ৩০ বছর। আসছে ডিসেম্বরে  তাঁর ৮৯ বছর পূর্ণ হবে। তারপরও আয়মনা খাতুন পাননি বয়স্ক বা বিধবা ভাতার কার্ড। সরকারি নিয়ম অনুযায়ী, বয়স্ক ভাতা পাওয়ার ক্ষেত্রে নারীর বয়স সর্বনিম্ন ৬২। স্বামীহারা আয়মনা খাতুন নানা রোগ-শোকে ভুগছেন। চিকিৎসা দূরের কথা, তিন বেলা খাবার জোটানোও তার জন্য কষ্টকর। ক্ষোভে দুঃখে আয়মনার  প্রশ্ন, আর কত বয়স হলে বয়স্ক ভাতার কার্ড পাবো? এত দিনেও তিনি বয়স্ক, বিধবা বা সরকারি অন্য কোনো ভাতার কার্ড পাননি।

আয়মনা খাতুন উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের মৃত আব্দুল ছোবানের স্ত্রী। তিনি বলেন, ‘কত মানুষের কাছে গেলাম। ভোটের সময় কত মানুষ আশ্বাস দিল। কিন্তু কেউই কিছুই দিল না।

আয়মনা খাতুন থাকেন স্বামীর বাড়ীতে। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছেলে পেশায় রাজমিস্ত্রি। তিনি বলেন, রাজমিস্ত্রির আয় দিয়ে কোনোরকমে চলে সংসার।আমার মা বয়স্ক ভাতার যোগ্য হলেও এখনো কোনো ভাতা পান না।

সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ টিটুকে সোমবার দুপরে একাধিক বার মোবাইলে কল করে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন বলেন, মাত্র আপনার কাছ থেকে বিষয়টি জেনেছি। স্হানীয় চেয়ারম্যানের কাছে ওই নারীর কাগজপত্র জমা দিলে শিগগিরই তিনি ভাতার আওতায় আসবেন। এসব তালিকা জনপ্রতিনিধিরা করেন। অনেক সময় কেউ কেউ বাদ পড়ে যান। বিষয়টি বিবেচনা করে চলতি বছর থেকে মাইকিংয়ের মাধ্যমে সুবিধাভোগীদের বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

Comments

comments