ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরের সোনামুখী ইউনিয়নে দিনভর নির্বাচনী প্রচারণায় তানভীর শাকিল জয়

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ২, ২০২০ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

একাদশ সংসদের সিরাজগঞ্জ-১ আসনে আগামী ১২ নভেম্বর উপনির্বাচন উপলক্ষে সোমবার দিনভর কাজিপুরের সোনামুখী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় ব্যাস্ত সময় পার করেছেন প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে উপনির্বাচনে অংশগ্রহণ করছেন।

সোনামুখী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ৯টি ওয়ার্ডে পৃথক নির্বাচনী পথসভায় তিনি উপস্থিত থাকেন।

আওয়ামী লীগ বর্ষীয়ান নেতা প্রয়াত মোহাম্মাদ নাসিমের কাজিপুর আসনে নৌকার জয় নিশ্চিত থাকলেও বিপুলসংখ্যক ভোটের বিজয় আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে দিনরাত প্রচারণায় ব্যাস্ত পার করছেন জয়।

পথসভা গুলিতে স্থানীয় জনসাধারণের সমস্যা গুলি সমাধানের প্রতিশ্রুতি ব্যাক্ত করছেন।

প্রথমবারের মতো কাজিপুরে ইভিএম পদ্ধতিতে ভোট গ্ৰহনের সিদ্ধান্তের প্রেক্ষিতে সভাগুলিতে ইভিএম সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে।

সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় উপস্থিতিতে ২ দুপুর ১টায় নভেম্বর সোনামুখী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে চরকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান।

দুপুর ১২ টায় রসিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা সভাপতিত্ব করেন, হাবিবুর রহমান সরকার।

এছাড়াও ইউনিয়নের পারুল কান্দী, দক্ষিণ পাইকপাড়া, সোনামুখী, পাঁচগাছি, হরিনাথ পুর ও স্থল বাড়িতে গভীর রাত পর্যন্ত প্রচারণায় অংশ নেন।

এর আগে সকাল ১০টায় সোনামুখী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হরিনাথপুরে মা সমাবেশে প্রকৌশলী তানভীর শাকিল জয় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও চৌদ্দ দলের সমন্বয়ক, সাবেক মন্ত্রী মোহাম্মাদ নাসিম এমপির মৃত্যুতে সিরাজগঞ্জ-১ সংসদীয় আসন শূন্য ঘোষণার প্রেক্ষিতে আগামী ১২ নভেম্বর উপনির্বাচন নির্ধারিত হয়।

Comments

comments