ঢাকামঙ্গলবার , ৮ ডিসেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুর আর ডি স্কুলে খাত ছাড়া টাকা আদায়ের অভিযোগ উঠেছে

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ৮, ২০২০ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভা এলাকার ঐতিহ্যবাহী রানী দিনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে বেতনের নামে খাত ছাড়া টাকা আদায়ের অভিযোগ উঠেছে। টাকা আদায়ের রশিদ দেয়া হলেও খাত উল্লেখ নেই তাতে।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম কুমার সাহা মঙ্গলবার ৮ ডিসেম্বর দুপুরে শুধুমাত্র মাসিক বেতন নেয়ার কথা স্বীকার করেন।

করোনা পরিস্থিতিতে শুধুমাত্র বেতন আদায়ের সরকারি নির্দেশনা থাকলেও নবম শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবক আঃ রহিম জানায়, সেশন ফি ৫শ, পরীক্ষা ফি ৪শ এবং মাসিক বেতন ২শ টাকা হারে টাকা জমা না দিলে এসাইনমেন্ট জমা নিতে বিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকৃতি জানায়। পরবর্তীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরার কাছে মৌখিক অভিযোগ করলে তিনি প্রধান শিক্ষক কে ফোন করে সরকারি বিধি বহির্ভূত কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
প্রসঙ্গত, ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনী পর্যন্ত ৩ শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে টাকা আদায় করা হয়েছে।

Comments

comments