ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা ইমরান খানের

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ১, ২০২০ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ভারতের বিষয়ে বিশেষ করে কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জার্মানির সাপ্তাহিক ‘ডের স্পিগেল’কে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন ইমরান। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ‘ডন’।

সম্প্রতি ভারত ও যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা চুক্তির প্রতিক্রিয়ায় এই সাক্ষাতকার দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। যেখানে তিনি বলেন, ভারত সব প্রতিবেশী দেশের জন্যই হুমকি।

চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের জন্য হুমকি এই ভারতে এখন উপমহাদেশের সবচেয়ে চরমপন্থী ও বর্ণবাদী সরকার রয়েছে। এটি একটি ফ্যাসিবাদী রাষ্ট্র। ১৯২০ ও ১৯৩০ –এর দশকে নাৎসি বাহিনীর মূলমন্ত্রে অনুপ্রাণিত তারা।

ভারতের বিষয়ে বিশেষ করে কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেন ইমরান খান। এ অঞ্চলকে হটস্পট উল্লেখ করে যেকোনো সময় সেখানে বিশৃঙ্খলা হতে পারে বলে সতর্ক করেন তিনি।

প্রতিবেশী দেশগুলোর জন্য ভারত হুমকি উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এ কারণে আমরা আশা করছি বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র এ বিষয়ে নিরপেক্ষ হবে। নতুন মার্কিন প্রেসিডেন্ট যে-ই হোন না কেন, এটাই প্রত্যাশা। যুক্তরাষ্ট্র মনে করে ভারতের জন্য চীন হুমকি, কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা।

এছাড়া সাক্ষাৎকারে ইমরান খান মার্কিন নির্বাচন, আফগান যুদ্ধ, বাকস্বাধীনতা, ইয়েমেন সংঘর্ষ, দারিদ্র্য বিমোচনে চীনের সফলতা, পাকিস্তান কীভাবে করোনা পরিস্থিতি সামাল দিচ্ছে, এসব নিয়ে কথা বলেন।

Comments

comments