ঢাকাবুধবার , ২০ জুলাই ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সারোয়ার জাহান

প্রতিবেদক
Kolom 24
জুলাই ২০, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হয়েছেন মো. সারোয়ার জাহান। তিনি পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ। বুধবার (২০ জুলাই) সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সারোয়ার জাহানের হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরষ্কারটি তুলে দেন।

সূত্র জানায়, জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার ১৩টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়। আইন শৃঙ্খলা রক্ষা, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ও মানবিক পুলিশিং করার জন্য তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে। তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান বলেন, পাকুন্দিয়া থানায় জয়েন করার পরে আমি নিজের সেরাটা সবাইকে দেওয়ার চেষ্টা করেছি।

তিনি বলেন, থানার সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য যে, এ নিয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন তিনবার ও জেলায় ৪বার। তিনি ওসি (তদন্ত) থাকাকালীন ১১বার শ্রেষ্ঠ ওসি (তদন্ত) হয়েছিলেন।

Comments

comments