‘পাঠেই প্রস্ফুটিত হয় চিন্তার ফুল’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুর ও কটিয়াদী উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচিত শিক্ষার্থীদের অংশগ্রহণে বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বাজিতপুর উপজেলার বিলপাড়-ডুয়াইগাঁও এলাকার মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা মিলনায়তনে সমাজভিত্তিক পাঠাগার মৃত্তিকা-রোকেয়া বেগম আলোর কারখানা এই বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করে।
বই পাঠ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কথাসাহিত্যিক আফসানা বেগম। মৃত্তিকা-রোকেয়া বেগম আলোর কারখানা’র সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজুর রহমান, জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক আজিজুল হক, ডা. মীর রাবেয়া আজিজ এবং সাংবাদিক নাসরুল আনোয়ার।
বই পাঠ প্রতিযোগিতায় স্বাগত বক্তব্য দেন মৃত্তিকা-রোকেয়া বেগম আলোর কারখানা’র প্রতিষ্ঠাতা ম. মাহবুবুর রহমান ভূঁইয়া। প্রতিযোগিতায় নির্বাচিত ১২০ জন শিক্ষার্থী ডা. মোহাম্মদ আজিজুর রহমানের লেখা ‘অলৌকিক শিশুরা’ গ্রন্থ থেকে পাঠে অংশ নেয়। পরে ১ম, ২য় ও তৃতীয়সহ মোট ৩০ জন বিজয়ী প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। লেখক, কবি, শিক্ষক, গ্রন্থপ্রেমী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বই পাঠ প্রতিযোগিতা উপভোগ করেন।
আয়োজক সূত্র জানায়, বাজিতপুর ও কটিয়াদী উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২ হাজার শিক্ষার্থী বই পাঠ প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অংশ নেয়। সেখান থেকে ১২০ জনকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়।
Comments
comments