ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ‘অভিশপ্ত আগস্ট’ নাটক মঞ্চস্থ

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ১৬, ২০২৩ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনা ও পরিবেশনায় ‘অভিশপ্ত আগস্ট’ নামে বক্তব্যধর্মী একটি নাটক মঞ্চায়ন করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বুধবার (১৬ আগস্ট) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চন্থ করা হয়। এ সময় হলভর্তি দর্শকদের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। নাটকটির গবেষণা ও তথ্য সংকলনে ছিলেন অতিরিক্ত আইজিপি মো. হাবিবুর রহমান এবং নাট্য রচনা ও নির্দেশনায় ছিলেন পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান।

নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে সপরিবারে বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে। বিশেষ করে ১৪ আগস্ট ইতিহাসের খলনায়ক খন্দকার মোশতাকের সঙ্গে ঘাতকচক্রের সদস্য কর্ণেল ফারুকসহ অন্যদের বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র এবং ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যার করুণ আলেখ্য তুলে ধরা হয়।

নাটকটি মঞ্চায়নের পর কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ তাঁর অনুভূতি ব্যক্ত করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এম এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, আল-জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ এ সময় তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোস্তাক সরকার।

Comments

comments