কিশোরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কলাপাড়ায় রাস্তার জায়গাকে কেন্দ্র করে সাজ্জাদুল ইসলাম গং (বাদী) ও এমদাদুল হক গোলাপ গং (বিবাদী) মধ্যে যুগ্ন জেলা জজ ১ম কিশোরগঞ্জ মামলা নং (২৪/২০২২ অন্য) চলমান রয়েছে। মামলাটিতে আপত্তি দাখিল ও শুনানি না হওয়া পর্যন্ত নালিশা ভুমি বিষয় স্থিতাবস্থা রাখার নির্দেশ প্রদান করা হয়।
বাদী গণের অভিযোগ থেকে জানা যায় আদালতের স্থিতাবস্থা চলার পরও বিবাদীগণ আদালতের আদেশ লংঘন করে নির্মান কাজ করে যাচ্ছেন।
অপরদিকে বিবাদী পক্ষ জানায়, আদালতের মামলা মোতাবেক স্থিতাবস্থা যেখানে রয়েছে সেখানে আমরা কোন নির্মান কাজ করছি না, আমরা অন্য দাগে নির্মান কাজ করছি।
Comments
comments