ঢাকামঙ্গলবার , ১৯ জুলাই ২০২২
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে আরও ১৫২ পরিবার পাচ্ছে পাকা ঘর, গৃহহীন মুক্ত কটিয়াদী

প্রতিবেদক
Kolom 24
জুলাই ১৯, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে ৩য় পর্যায়ের ২য় ধাপে ১৫২টি গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের পাকা ঘর। জেলায় মোট ২ হাজার ১৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেয়া হবে ২ শতাংশ জমিসহ এসব ঘর। আশ্রয়ন প্রকল্প- ২ এর আওতায় আগামী ২১ জুলাই কিশোরগঞ্জে কটিয়াদী উপজেলাকে প্রথম গৃহহীন মুক্ত ঘোষনা করা হবে। ৩য় পর্যায়ের ২য় ধাপে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৮টি পরিবার, অষ্টগ্রাম উপজেলায় ২টি পরিবার, ভৈরব উপজেলায় ২৩টি পরিবার, কটিয়াদী উপজেলায় ১০টি পরিবার, তাড়াইল উপজেলায় ১৯টি পরিবার, মিঠামইন উপজেলায় ৯০টি পরিবার ঘর পেতে যাচ্ছে। এ পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় ১ম ধাপে ৬১৬টি, ২য় ধাপে ৬৩১টি ও ৩য় ধাপে ৬৭৩টি ঘর প্রদান করা হয়েছে। ইতিমধ্যে ২ হাজার ৫৫টি ঘর হস্তান্তর করা হয়েছে। কিশোরগঞ্জে আশ্রয়ন প্রকল্প করতে গিয়ে এ পর্যন্ত ৫১.৭৪ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৭৬ কোটি টাকা।

মঙ্গলবার (১৯ জুলাই) কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নূরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এ্যাড. এ.বি.এম লুৎফর রাশিদ রানা, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.কে. নাছিম খান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু, জিটিভি’র জেলা প্রতিনিধি সোহেল চৌধুরী, মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আলী রেজা সুমন, সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন প্রমুখ।

এদিকে জমি ও ঘর না থাকা ছন্নছাড়া অসহায় পরিবারগুলো এতদিন পর জমিসহ মাথা গুজার ঠাঁই পাচ্ছে বলে তাদের মাঝে বিরাজ করছে ব্যপক উৎসাহ-উদ্দীপনা। এজন্য তারা বেজায় খুশি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। পৃথিবীর অনেক মনিষীরা সুখের সংজ্ঞা দিতে না পারলেও এসব গৃহহীনদের মুখের দিকে তাকালেই সুখের সংজ্ঞা পেয়ে যাবে। স্বর্গীয় উদ্যানে রুপ নিচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের এ ঘরগুলো। তাইতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তরের সময় আবেগাপ্লুত হয়ে যায়।

Comments

comments