কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) জেলা শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এর আগে তাঁরা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক মুহাম্মদ আলমগীর হোসাইন তালুকদার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভা ও ইফতার মাহফিলটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রুকন উদ্দিন।
Comments
comments