কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ এপ্রিল) জেলা শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এর আগে তাঁরা সুধি সম্মেলন করে।
সুধি সম্মেলনে ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ এহতেশামুল হক পাঠান। এ সময় বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, আল জামিয়াতুল ইমদাদিয়ার মুদারিস মুফতি আব্দুর রহিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী জোবায়ের আহমাদ, বামুক কিশোরগঞ্জ জেলার ছদর মাওঃ শফিকুল ইসলাম ফারুকী প্রমুখ।
সুধি সম্মেলন ও ইফতার মাহফিলটি পরিচালনা করেন ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ এমদাদুল ইসলাম। সুধি সম্মেলনের আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস আব্দুর রহিম।
Comments
comments