সারা দেশের সাথে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (০৯ অক্টোবর) সদর উপজেলার ঐতিহাসিক বৌলাই তরফিয়া দরবার ও মাজার শরীফের বর্তমান বংশধর সৈয়দ ইয়াছিনের উদ্যোগে ভক্ত, মুরিদান ও এলাকাবাসী এক জসনে জুলুসের র্যালির আয়োজন করে। র্যালিটি বৌলাই ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরবার ও মাজার শরীফে গিয়ে শেষ হয়। র্যালি শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বর্তমান গদিনীশিন পীর সৈয়দ নূরুল আউয়াল তারামিয়া। মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরন করা হয়।
জানা যায়, জেলার সদর উপজেলা ছাড়াও করিমগঞ্জ, ভৈরব, কুলিয়ারচর, অষ্ট্রগ্রামের হাবেলীবাড়িতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ এ মিলাদুন নবী (সাঃ) পালন করা হয়েছে।
ঐতিহাসিক বৌলাই তরফিয়া দরবার ও মাজার শরীফের বর্তমান বংশধর সৈয়দ ইয়াছিন বলেন, ২০২১ সাল থেকে এই দিনটিকে রাষ্ট্রিয়ভাবে পালন করার প্রজ্ঞাপন জারি করে সরকার। এবছরও সারা দেশে ব্যাপক আয়োজনে ঈদ এ মিলাদুন নবী পালন করেছে ধর্মপ্রাণ মুসলমান জনগোষ্ঠী
Comments
comments