ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে উদযাপিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ১৯, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে শোভাযাত্রাটি জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন বিজয় চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন। সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়ালীউল্লাহ রাব্বানী তৌকি, যুগ্ম আহবায়ক কাজী মামুনুর রশীদ, জাকারিয়া মাহমুদ ঝুমন, শফিকুর রহমান অপু, শহীদুজ্জামান তারেক, সাদ্দাম হোসেন তুর্য, সদস্য দেলোয়ার হোসেন রনি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম আফরান, কিশোরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ।

Comments

comments