কিশোরগঞ্জে ছাত্রদল ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষকালে বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে সবুজ নামে এক পুলিশ সদস্যের মাথা ফেটে যায়। আহত পুলিশের মাথায় বেশ কয়েকটি সেলাই করা হয়েছে। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ছয়টার দিকে শহরের পুরান থানা এলাকায় এ ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে ইসলামিয়া সুপার মার্কেটে এসে শেষ হয়। এসময় জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদ প্রমুখ।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ পুলিশের আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments
comments