ঢাকারবিবার , ৩ এপ্রিল ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে জাল স্ট্যাম্পের বানিজ্য; ধরা পড়ল এক প্রতারক

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ৩, ২০২২ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন যাবত জাল স্ট্যাম্প তৈরী করে দেশের বিভিন্ন মানুষকে ধোঁকা দিয়ে আসছিলো মোঃ রফিকুল ইসলাম (৫০) নামে এক প্রতারক। জাল স্ট্যাম্প বানিজ্য চক্রের সক্রিয় সদস্য হলেও এতোদিন ছিলো ধরাছোঁয়ার বাইরে। অবশেষে রফিকুল ধরা পড়ল র‍্যাবের জালে। রবিবার (০৩ এপ্রিল) বিকেলে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ জেলা শহরের তেরিপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্পসহ আটক করে। আটক মোঃ রফিকুল ইসলাম কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের আব্দুল আলীর পুত্র।

র‍্যাব জানায়,  একটি অসাধু চক্র জাল স্ট্যাম্প তৈরী করে সারাদেশে ছড়িয়ে দিচ্ছে এবং হাতিয়ে নিচ্ছিলো লাখ লাখ টাকা। জাল স্ট্যাম্প জালিয়াতি ও প্রতারক চক্রের উপর র‍্যাব নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালালে তথ্যের সত্যতা পায়। রবিবার বিকেলে র‍্যাবের একটি আভিযানিক দল জেলা শহরের তেরপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে রফিকুলকে ১৬,২০০টি ১০ টাকার ছোট জাল ষ্ট্যাম্প, ১২০টি ১০ টাকার বড় জাল ষ্ট্যাম্প, ২০০টি ১০০ টাকার জাল স্ট্যাম্প ও একটি মোবাইলসহ হাতেনাতে আটক করে।

র‍্যাব- ১৪ (সিপিসি- ২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে রফিকুল দীর্ঘদিন যাবৎ জাল স্ট্যাম্প তৈরী করে সমগ্র বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানুষকে ধোঁকা দিয়ে আসছে বলে স্বীকার করে। জাল স্ট্যাম্প জালিয়াতি ও প্রতারক চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।  কিশোরগঞ্জ মডেল থানায় রফিকুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments