জেলা রেজিস্টার আবু তালেবের স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দলিল লিখক নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার (০৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর দলিল লিখক সমিতি উদ্যোগে শহরের সমবায় কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দলিল লিখক মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক জেলা কমিটির সভাপতি আবুল হাশেম, সাবেক সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন, সাবেক অর্থ সম্পাদক লুৎফুর রহমান।
নেতৃবৃন্দ বলেন, জেলা রেজিস্ট্রার আবু তালেবের ঘুষ ও দুর্নীতিমূলক কর্মকান্ডের জন্য সদর দলিল লিখক সমিতির পক্ষ থেকে একাধিকবার মৌখিক প্রতিবাদ করা হয়। তার অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় দলিল লিখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি ফৌজদারী মামলা দায়ের করে। এর প্রতিবাদে জেলা রেজিস্ট্রার ও মামলা প্রত্যাহার করার দাবীতে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি পালন করা হবে।
Comments
comments