কিশোরগঞ্জে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম মানিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও পুলিশি হয়রানির কারণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের গাইটাল আন্তঃজেলা বাসটার্মিনালে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক হেলাল উদ্দিন মানিকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য সচিব আলমগীর রেজা মুরাদ, মালিক সমিতির সদস্য জিল্লুর রহমান, জুনায়েদ পিন্টু, শামসুজ্জামান রিটু, অনন্যা পরিবহনের চেয়ারম্যান আনিছুজ্জামান বাবুল, বিলকিস বেগম, কিশোরগঞ্জ মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম, জহিরুল ইসলাম জহির প্রমুখ। সভা সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য মোঃ শাহ আলম জুয়েল
সভায় বক্তারা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম মানিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধ এবং সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
Comments
comments