ঢাকাশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে “দুর্নীতি দমন ও প্রতিরোধ করণীয়” শীর্ষক আলোচনা সভা

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ৯, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে “দুর্নীতি দমন ও প্রতিরোধ করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মাহতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ রহিম, কিশোরগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী মুহাঃ আবদুর রহমান। সভা সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারণ সম্পাদক মীর আশরাফ উদ্দিন। সভায় কারিগরি সহায়তা প্রদান করেন ব্রিটিশ কাউন্সিলের প্ল্যাটফর্মস ফর ডায়ালগ প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলেটর মোহাম্মদ নূরে আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিপিএফের সদস্য মোঃ বাহার উদ্দিন।

বক্তব্য দেন, ডিপিএফের সহ-সভাপতি হাসিনা হায়দার চামেলী, পাকুন্দিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, বাংলাদেশ স্কাউটস করিমগঞ্জ উপজেলা শাখার সম্পাদক মোঃ এমদাদুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটি করিমগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি চন্দ্রা রাণী সরকার, এ্যসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজন্সিস ইন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন, সিভিল সোসাইটি লিডার নূর মোহাম্মদ, ডিপিএফ সদস্য এম এ আকবর খন্দকার, জাহাঙ্গীর কবির প্রমুখ।

Comments

comments