কিশোরগঞ্জের ১২টি উপজেলায় স্থাপিত নলকূপের পানিতে আর্সেনিক পরীক্ষা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, ময়মনসিংহ অঞ্চল ও পানি সরবরাহে আর্সেনিক ঝঁুকি নিরসন প্রকল্পের বাস্তবায়নে ও জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহাম্মদ হাবিবুর রহমান, তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত বনিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরে আলম প্রমুখ। সভায় ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে অতিথিদের স্থাপিত নলকূপের পানিতে আর্সেনিক পরীক্ষা বিষয়ে অবহিত করা হয়।
Comments
comments