ঢাকাসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নাশকতার অভিযোগে ছাত্র শিবিরের ২১ নেতাকর্মী আটক

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ২১ জন নেতাকর্মীকে নাশকতার অভিযোগে আটক করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার প্যারাভাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত শিবির নেতাকর্মীরা হলেন, সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ভাটাইল গ্রামের আ: সালামের ছেলে মো: শফিউল্লাহ (২১), সদর উপজেলার সুলতানপুর এলাকার মৃত সিরাজুল হকের ছেলে ছোটন (১৬), পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো: এমদাদুল (২২), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার গাছপাড়া এলাকার হাশেম উদ্দিনের ছেলে আহসান হাবীবসহ (১৬) একুশ জন।

জানা গেছে, সোমবার সকালে সদর উপজেলার প্যারাভাঙ্গা এলাকায় ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা নাশকতার উদ্দ্যেশ্যে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে শিবিরের নেতাকর্মী ছড়িয়ে ছিটিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়তে থাকে। এ সময় ইটের আঘাতে মডেল থানার একজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে থাকা শিবিরের ২১ জন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে আসে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ছাত্র শিবিরের লোকজন আমাদের ওপর ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে আমাদের একজন পুলিশ সদস্য আহত হন। এ সময় ছাত্র শিবিরের ২১ জন নেতাকর্মীকে আটক করতে আমরা সক্ষম হই। সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

Comments

comments