ঢাকারবিবার , ২৬ ডিসেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নির্বাচনে সহিংসতা; গুলিবর্ষন ও কেন্দ্র স্থগিত

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ২৬, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে ব্যালট পেপার ছিনতাই, সংঘর্ষ, জাল ভোট, গুলিবর্ষন, কেন্দ্র স্থগিতের মাধ্যমে ভৈরব, কটিয়াদী ও হোসেনপুর উপজেলার ২২টি ইউনিয়নে চতুর্থ ধাপের নির্বাচন শেষ হয়েছে। আজ রবিবার অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৯টার পর থেকে গোলযোগ বাধা শুরু হয়। তবে ৩ উপজেলার ২২টি ইউনিয়নের ১টি কেন্দ্র ছাড়া সার্বিক অবস্থা সুষ্ঠ ছিল।

জানা যায়, হোসেনপুর পুমদী ইউনিয়নের একটি ভোটকেন্দ্র থেকে জাল ভোট দেয়ার অভিযোগে সকাল সাড়ে ১০টার দিকে ৬ কিশোরকে আটক করা হয়। কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স ভাংচুর ও নির্বাচন কর্মকর্তাদের উপর আক্রমনের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। দুই একটি কেন্দ্র ছাড়া ২২টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। চরপুক্ষিয়া কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ গুলি চালায়। হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের বীরহাজীপুর ও হুগলাকান্দি এবং কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের ভদ্রাসন কেন্দ্র সাময়িকভাবে স্থগিত হলেও পরবতর্ীতে আবারও ভোট গ্রহণ হয়।

জেলা নির্বাচন অফিসার আশ্রাফুল আলম জানান, একটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। অন্যান্য কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Comments

comments