ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. বিনোদন
  7. ভিডিও গ্যালারি
  8. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে পাগলা মসজিদ পরিচালনা নিয়ে বিশেষ সভা

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ২১, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ পরিচালনা বিষয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঐতিহাসিক পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান।

ঐতিহাসিক পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ এর সঞ্চালনায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী, মাওলানা ড. খলিলুর রহমান খান আযহারী, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহান, খেলাফত মজলিশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, পাগলা মসজিদ কমিটির সাবেক সদস্য জসিম উদ্দিন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইকরাম হোসাইন প্রমুখসহ আলেম-ওলামা, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় পাগলা মসজিদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া সভায় জেলার আলেম-ওলামাদের সমন্বয়ে একটি উপকমিটিও গঠন করা হয়।

কলম২৪

Comments

comments