কিশোরগঞ্জে প্রতিবন্ধী স্ত্রী ও নিষ্পাপ সন্তানের হত্যার দায়ে স্বামী ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে জনাকীর্ণ আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, প্রতিবন্ধী রহিমা খাতুনের গর্ভে ২০১৬ সনের ১৯ নভেম্বর একটি ছেলে সন্তানের জন্ম হয়। স্বামী নজরুল স্ত্রী রহিমা ও ছেলে আমিরুলকে ২০১৭ সনের ১৩ জানুয়ারি বেড়াতে নিয়ে যাবার কথা বলে বাড়ি থেকে বের হন। তারপরই সন্তানসহ নিখোঁজ হন রহিমা। ২১ জানুয়ারি বিকেলে আঙ্গিয়াদী বিলভরা বিল এলাকা থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রহিমার ভাই বাদী হয়ে নজরুলসহ চারজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার এসআই মো. সাহাব উদ্দিন ২০১৮ সালের ২৪ জানুয়ারি আদালতে নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য জেরা শেষে আদালত স্বামী নজরুল ইসলাম (২৫) কে দন্ড বিধি ৩০২ ধারায় দোষী সাব্যস্থ করে মৃত্যুদন্ড ও ২ লাখ টাকা করে জরিমানা প্রদান করেন।
মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি যজ্ঞেম্বর রায় ও আসামী পক্ষে ছিলেন এ্যাড. অশোক সরকার।
Comments
comments
সাত দফা দাবীতে কিশোরগঞ্জে প্রতিবন্ধি স্কুলের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছে। বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আহবানে সারা দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলির স্বীকৃতি ও এমপিওভূক্তি ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মূল স্রোতধারায় সম্পৃক্ত করণের লক্ষ্যে আজ রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাংচিল প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা প্রতিবন্ধী বিদ্যালয় কল্যাণ সমিতির সভাপতি ফরমোজা মোমতাজ লিলির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি, প্রতিবন্ধী শিক্ষার্থী শতভাগ উপবৃত্তি, কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে বই, শিক্ষা উপকার ও থেরাপী সরবরাহ, খাদ্যবান্ধন কর্মসূচী চালু করা, নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা, শিক্ষক-কর্মচারীদের প্রশিক্ষণ ব্যবস্থার দাবী জানান।
Comments
comments