কিশোরগঞ্জে বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড (বিসিও) এর জেলা কমিটির মিটআপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জেলা শহরের হোটেল শেরাটনে ‘আমার দক্ষতায়, আমার ক্যারিয়ার’ এই স্লোগানকে সামনে রেখে এ মিটআপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড (বিসিও) কিশোরগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন সাব্বির এতে সভাপতিত্ব করেন।
এছাড়া জেলা টিমের অন্যদের মধ্যে স্কুল টিম ম্যানেজার জান্নাতুল ফেরদৌস, কলেজ টিম ম্যানেজার মাহফুজা আক্তার লিজা, ন্যাশনাল ইউনিভার্সিটি টিম ম্যানেজার ফয়সাল আহমেদ রনি, পলিটেকনিক টিম ম্যানেজার সুমিতা ইসলাম, মাদ্রাসা টিম ম্যানেজার শারমিন আশা প্রমুখ উপস্থিত ছিলেন। মিটআপের সার্বিক কার্যক্রম পরিচালনায় ছিলেন জেলা সহকারি কো-অর্ডিনেটর মাহতাব আজমাঈন রিফাত।
মিটআপে জেলার প্রতিটি উপজেলা থেকে আগত উপজেলা কো-অর্ডিনেটর এবং তাদের টিম নিজেদের ক্যারিয়ার নিয়ে সচেতন হচ্ছেন এবং অন্যকে সচেতন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
Comments
comments