কিশোরগঞ্জে বাদীপক্ষের অব্যাহত হামলা ও খুন করার হুমকির ভয়ে বসতবাড়িতে যেতে পারছে না জামিনপ্রাপ্ত আসামিরা। এমতাবস্থায় বাড়িতে বসবাস করার জন্য শনিবার (০২ এপ্রিল) সকালে জেলা শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত স্থানীয় একটি পত্রিকা অফিসে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ রাজিব মিয়া।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, এক বৎসর পূর্বে রশিদাবাদ দামুয়ারবাড়ি এলাকায় জায়গা জমির বিরোধে একটি মারামারির ঘটনা ঘটেছিল। সে ঘটনার তিন দিন পর বাদী মোছাঃ আয়শার অসুস্থ স্বামী এমদাদুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এমদাদুল হক আহত হওয়ার দিনই তার স্ত্রী আয়েশা কিশোরগঞ্জ মডেল থানায় বাদী হয়ে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এ মামলার আসামী ছাড়াও তারা আমাদের সকল আত্মীয়স্বজনদের বিভিন্ন সময় হয়রানী করছে। এ চক্রটি আমাদের পরিবারকে ফাঁসানোর জন্য ও ঘায়েল করার জন্য বিভিন্ন সময় হুমকি ধমকি ও হামলা করার চেষ্টা করেছে। এক বছর ফেরারি জীবন যাপন করা অবস্থায় আমাদের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়ে প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও বাড়ির পাশের জমিতে চাষ করা ৪ লাখ টাকার পেঁপে লুট করে নিয়ে যায়।
তিনি বলেন, গত ২৪ জানুয়ারি ২০২২ তারিখ আমরা আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক আমাদের জেল হাজতে প্রেরণ করেন। দুই মাস পর জামিনে মুক্ত হয়ে বাড়িতে প্রবেশ করার সময় এমদাদুল হকের পুত্র রাব্বি, আফতাব উদ্দিনের ছেলে দুলাল ও আনোয়ার, এমদাদুলের স্ত্রী আয়েশা, দুলাল মিয়ার স্ত্রী রুবিনা আক্তার গং দেশিয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। পরে আমাকে ও আমার মাকে অন্যায়ভাবে আটক করে রাখে এবং আমাদেরকে বাড়িতে ঢুকতে দিবে না বলেও হুমকি প্রদান করে। আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমি আকুল আবেদন করছি আমাদেরকে বাড়িতে বসবাস করার সুযোগ দেয়াসহ সুবিচার পাওয়ার।
এ সময় উপস্থিত ছিলেন রাজিবের দাদী মোছাঃ রাবেয়া খাতুন, রাজিবের মাতা নাহার বেগম ও চাচা দেলোয়ার হোসেন।
Comments
comments