কিশোরগঞ্জে বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র বাড়িঘরে হামলা চালানোর সময় মুসলিম (৫৫) নামে এক ব্যাক্তি প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মুসলিম একই এলাকার মৃত মনসুর আলীর পুত্র। ইতিমধ্যে এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ দুইজনকে আটক করেছে বলে জানা গেছে। তারা হল, কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের শিমুহা নেহারদিয়া গ্রামের মালেক ও তার পুত্র উজ্জ্বল।
সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বাচ্চারা খেলাধুলা করার সময় গন্ডগোল বাধে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া ও কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের শিমুহা নেহারদিয়া গ্রামের লোকজনের মধ্যে। এ নিয়ে মুসলিমের বাড়িতে হামলা চালায় কতিপয় বখে যাওয়া দুর্বৃত্ত। বাড়িঘরে হামলা চালানোর সময় মুসলিম প্রাণ হারায়। মুসলিমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, জরুরি বিভাগে থাকা পর্যন্ত মুসলিমের শরীরে কোনো দাগ পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ বলেন, এ ঘটনায় ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Comments
comments