বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিজয়া পুর্নমিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমীতে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার, সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল। অনুষ্ঠান পরিচালনা করে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন দত্ত প্রদীপ।
বিজয়া অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতাপাঠ ও অতিথিদের বরণ করে সভাপতির স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভার শেষে প্রদীপ প্রজ্জলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। পুর্নমিলনী ও
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে করোনার প্রাদুর্ভাব পুণরায় দেখা দিলে আমাদের অনুষ্ঠানটি শিল্পকলা একাডেমীতে সীমাবদ্ধ করতে হয়েছে। তবে এ মহামারী দ্রুত নিয়ন্ত্রণে আসবে এ প্রত্যাশা ব্যক্ত করেন পূজা উদযাপনের নেতৃবৃন্দ ও ধর্ম বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অতিথিবৃন্দ মোমবাতি প্রজ্জলন করে অনুষ্ঠানকে সার্থক করেন।
Comments
comments