ঢাকারবিবার , ২০ মার্চ ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বিভিন্ন দাবিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Kolom 24
মার্চ ২০, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। হেযবুত তওহীদের দুই সদস্যকে জবাই করে হত্যা, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগে জড়িত আসামীদের গ্রেফতার, গৃহীত উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা ও জানমালের হেফাজতের দাবিতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। রবিবার (২০ মার্চ) সকালে জেলা পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে জেলা হেযবুত তওহীদের সভাপতি নাজমুল হক লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, বায়েজিদ খান পন্নী হেযবুত তওহীদ প্রতিষ্ঠার পর থেকেই ধর্ম ব্যবসা, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, অপরাজনীতি, নারী নির্যাতনসহ অন্যায়ের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম চালিয়ে গেছেন। নোয়াখালির সোনাইমুড়িতে মিথ্যা গুজব রটিয়ে হেযবুত তওহীদের এমামের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও প্রকাশ্য দিবালোকে দুইজনকে জবাই করে। এ ঘটনায় পরোক্ষ ও প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আনতে হবে বলে দাবী জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় আমির মোঃ এনামুল হক বাপ্পা, বিভাগীয় রাজনৈতিক সম্পাদক মোঃ রহমত উল্লাহ রানা, কিশোরগঞ্জ জেলা হেযবুত তওহীদের মহিলা বিষয়ক সম্পাদক আসমা খাতুন, সহ-সভাপতি আবুল হাশেম চয়ন, জেলা রাজনৈতিক বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার রুপা, কিশোরগঞ্জ সদর উপজেলা সভাপতি জাহিদুল ইসলাম সুমন, বাজিতপুর উপজেলা সভাপতি উবায়দুর রহমান, হোসেনপুর উপজেলা সভাপতি রাজন আহমেদ।

Comments

comments