কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
সভায় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, গুরুদয়াল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রিহাছ আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, সহকারী কমিশনার মোঃ মাহবুব হাসান, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, আলম সারোয়ার টিটু, সাইফুল মালেক চৌধুরী, রুহুল আমিন চৌধুরী, সাজন আহম্মেদ পাপন, রাজিবুল হক সিদ্দিকী প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Comments
comments