কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফরিদ বেগ (৩৮) নামে এক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জামতলা মাস্টারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ বেগ সদর উপজেলার গাইটাল ইংলিশ রোডের বশির বেগের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো ফরিদ তাঁর পিতার ইটখলায় (কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জামতলা এলাকায়) সোমবারও যান। বেলা সাড়ে এগারোটার দিকে সড়কটি পার হবার সময় একটি দুর্বার গতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফরিদ। এর আগে ঘাতক মোটরসাইকেল ও চালক পালিয়ে যায়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Comments
comments