ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ২১, ২০২০ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে নারী নির্যাতন ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী টিটন মিয়া (৩০) কে গ্রেফতার করেছে মিঠামইন থানা পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার দিকে জেলা শহরের গাইটাল এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টিটন মিয়া মিঠামইন উপজেলার ভরা ঘাগড়া এলাকার সিদ্দিক মিয়ার পুত্র।

জানা যায়, ২০১১ সালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন মামলা নং- ৬৭১/১২, পিটিশন মোঃ নং- ৫৩৬/১১, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (১) ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী টিটন মিয়া দীর্ঘদিন যাবৎ আইনের চোখকে ফাঁকি দিয়ে আসছিল। টিটনকে গ্রেফতারের চেষ্টায় ছিল মিঠামইন থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহযোগিতায় বুধবার দুপুরে মিঠামইন থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রাপ্ত আসামীকে শহরের গাইটাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মিঠামইন থানার অফিসার ইনচার্জ জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

comments