ঢাকারবিবার , ২৭ মার্চ ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে র‍্যাবের হাতে মানবপাচারকারী মিনহাজ আটক

প্রতিবেদক
Kolom 24
মার্চ ২৭, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

মানবপাচারকারী মিনহাজ উদ্দিনকে নারায়নগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আটক করেছে র‌্যাব- ১৪ (সিপিসি- ৩)। রোববার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক মিনহাজ উদ্দিন (৪২) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বরাটি গ্রামের রহিম উদ্দিনের পুত্র।

র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ মিনহাজ সৌদি আরব ও রোমানিয়ায় উন্নত জীবনের মিথ্যা প্রলোভন দেখিয়ে অসহায় বাংলাদেশীদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল। অসহায় মানুষের দুর্বলতার সুযোগে ধাপে ধাপে টাকা নিয়ে তাদেরকে নিঃস্ব করে দেয় মিনহাজ। এ বিষয়ে মানবপাচারকারী মিনাহাজের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মানবপাচার বিরোধী আইনে মামলা রুজু করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনহাজ জানায়, সৌদি আরব ও রোমানিয়ায় মিথ্যা চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রাথমিক পর্যায়ে ৩-৪ লাখ টাকা নেয়া হয়। পরবর্তীতে মানবপাচার চক্রের সাথে যোগসাজস করে তাদের কাছ থেকে অতিরিক্ত মোটা অংকের টাকা দাবি করি আমরা।

র‌্যাব- ১৪ (সিপিসি- ৩) ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

comments

কিশোরগঞ্জে র‍্যাবের হাতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ৬, ২০২১ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে কবির হোসেন (৩৫) নামে এক যুবককে ৪৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে র‍্যাব- ১৪ (সিপিসি- ২)। রবিবার দিবাগত রাতে জেলা শহরের পুরানথানা এলাকা হতে গ্রেফতার করা হয়। সে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কদমতলী এলাকার নূরুল ইসলামের পুত্র।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। তথ্যের সত্যতা যাচাইয়ের পর জেলা শহরের পুরানথানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ কবির হোসেনকে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

র‍্যাব- ১৪ (সিপিসি- ২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম. শোভন খান জানান, এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments

কিশোরগঞ্জে র‍্যাবের হাতে বিদেশী মদসহ আটক দুই

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের বাজিতপুরে ২৫ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাতে র‌্যাব- ১৪ (সিপিসি- ২) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলো- বাজিতপুর উপজেলার পাগলারচর গ্রামের গোপাল সূত্রধরের পুত্র হৃদয় সূত্রধর (২৫) ও একই গ্রামের শ্যামল কুমার সাহার পুত্র সানি চন্দ্র সাহা (২২)।

র‌্যাব সূত্র জানায়, দীর্ঘদিন যাবত হৃদয় ও সানি বাজিতপুরসহ জেলার বিভিন্ন স্থানে বিদেশী মদ বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তা জানার পর তাদেরকে গোয়েন্দা নজরদারীতে রাখা হয়। পরে সোমবার দিবাগত রাতে এক অভিযান পরিচালনা করে ২৫ বোতল বিদেশী মদ, নগদ ২ হাজার ৩০০ টাকা ও ২টি মোবাইল সেটসহ তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম. শোভন খান জানান, বাজিতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে হৃদয় ও সানিকে বিদেশী মদসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে বাজিতপুর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments