কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের ব্যক্তিগত উদ্যোগে দুস্থ শীতার্ত মানুষদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুুয়ারি) দুপুরে শহরের জেলা শিল্পকলা একাডেমিতে এসব কম্বল বিতরণের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ.কে.এম শামসুল ইসলাম খান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ, যুবলীগ নেতা রাশেদ পল্লব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি।
Comments
comments