ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. বিনোদন
  7. ভিডিও গ্যালারি
  8. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক গ্রেপ্তার

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ১, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) দুপুরে গুরুদয়াল সরকারি কলেজের সামনের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর হোসেন টুটুল হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ পুমদী গ্রামের শামসুদ্দিনের ছেলে। টুটুল হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে মিছিল মিটিংয়ে সক্রিয় ছিল। গত ২৮ সেপ্টেম্বর ফ্যাসিস্ট সরকারের জন্মদিন উপলক্ষে কেক কাটে। তাকে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দ্রুতই তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

Comments

comments