কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত সাত দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেষ হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকেল পাঁচটায় আনুষ্ঠানিকভাবে এই মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে ২১ জুলাই শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে মেলার উদ্বোধন করা হয়েছিল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ফৌজিয়া খান।
কিশোরগঞ্জ জেলার সহকারী বন সংরক্ষক এ এফ জি মোস্তফার সভাপতিত্বে এতে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরানুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা এলডিপির সাধারণ সম্পাদক খন্দকার মাহবুব আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, জেলা তথ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আল আমিন প্রমুখ।
মেলায় সরকারি বেসরকারি আটটি নার্সারি ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা বিক্রি করে। সমাপনী অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণ করা পাভেল নার্সারি, রিপন নার্সারি ও নিউ চাষী নার্সারির স্বত্বাধিকারীদের হাতে যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি।
Comments
comments