ঢাকাসোমবার , ৯ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে সাত বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ৯, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে হত্যার ঘটনায় ৭ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (০৯ অক্টোবর) ভোররাতে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ডাকিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নজরুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার খলিসাখালি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। অন্যদিকে নিহত লিটন আসামি নজরুল ইসলামের আপন ছোট ভাই। সোমবার (০৯ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি জানায়, ২০১৬ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে লিটনকে মারপিট করে তারই বড়ভাই নজরুল ইসলাম। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই লিটন মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় নিহত লিটনের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়েরের পরপরই নজরুল পালিয়ে যায়।

ডিবি আরও জানায়, বিজ্ঞ আদালত মামলার বিচারকার্য শেষে ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর আসামি নজরুলসহ আরও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এদিকে আসামি নজরুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আল আমিন হোসাইন জানান, আসামি নজরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

comments