সড়ক দুর্ঘটনায় আহত অসহায় শিশুর পরিবারের পাশে দাঁড়ালো কিশোরগঞ্জ পৌর ব্যাটারি চালিত ইজিবাইক মালিক সমবায় সমিতি লিঃ। সদর উপজেলার বড়বাগ এলাকার মোঃ আমিনুল ইসলামের আড়াই বছরের শিশু আছিফা গত ১১ ফেব্রুয়ারি জেলা শহরের গাইটাল বারো আওলিয়ার মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ পৌর ব্যাটারি চালিত ইজিবাইক মালিক সমবায় সমিতি লিঃ এর মধ্যস্থতায় পুরানথানা এলাকায় অবস্থিত তাদের কার্যালয়ে আহত শিশুর পরিবারের হাতে নগদ তেত্রিশ হাজার টাকা এবং নিজেদের তহবিল থেকে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পৌর ব্যাটারি চালিত ইজিবাইক মালিক সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা মিজানুর রহমান, আনোয়ার হোসেন, সভাপতি মোঃ কামাল উদ্দিন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ তুহিন, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম দেওয়ান প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি জেলা শহরের গাইটাল বারো আওলিয়ার মোড়ে অটোরিকশায় যাত্রী উঠানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি অনিয়ন্ত্রিত মিশুকের ধাক্কায় আড়াই বছরের শিশুর পায়ের একটি আঙ্গুল হারায় এবং গুরুতর আহত হয়।
Comments
comments