ঢাকাবুধবার , ৯ নভেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ১৪ কেজি গাঁজা ও ৪৯ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ৯, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পৃথক অভিযানে ১৪ কেজি গাঁজা ও ৪৯ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (০৮ নভেম্বর) রাতে উপজেলার দূর্জয় মোড় ও নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হল- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চাঁনপুর এলাকার আবু সাঈদের পুত্র মোঃ হৃদয় মিয়া (২৬), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পশ্চিম ডোলনা এলাকার আঃ নূরের ছেলে মোঃ রেনু মিয়া (৪৫) ও একই এলাকার আনফুরুল্লাহের মেয়ে সুফিয়া (২৫)।

র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মঙ্গলবার (০৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দূর্জয় মোড় এলাকার সিলেট বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান পরিচালনা করে একটি পিকআপে তল্লাশী করে ১০ কেজি গাঁজা ও ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করে হৃদয় মিয়াকে আটক করা হয়। অপরদিকে রাত ৯টার দিকে উপজেলার নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রেনু মিয়া ও সুফিয়ার কাছ থেকে ৪ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ২৫০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয় এবং তাদের আটক করা হয়।

র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটককৃতরা মাদক কারবারে জড়িত বলে জানায়। ভৈরব মডেল থানায় তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments