ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ২৯৭ জন কৃতী ছাত্রীকে সংবর্ধনা

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ৯, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার খানম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।

এতে অন্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক চামেলী রানী দাস, অভিভাবকদের পক্ষে সরকারি গুরুদয়াল কলেজের সহযোগী অধ্যাপক কামরুন্নাহার খানম এবং কৃতী শিক্ষার্থীদের পক্ষে মরিয়ম আক্তার বৃষ্টি ও মারিয়্যায রহমান ঐশী বক্তব্য রাখেন।

প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা এসএসসি পরীক্ষার ফলাফলে জেলার সেরা এই বিদ্যালয়টির বিগত বছরগুলোর সাফল্যের উর্ধগতিতে উচ্ছ্বসিত প্রশংসা করেন। আগামী দিনগুলোতে ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন। এছাড়া কৃতী ছাত্রীদের ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্যও বক্তারা নির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৯৭ জন ছাত্রীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ২০২৫ সালে বিদ্যালয়টি থেকে ৩৪৪ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ ছাড়াও ২৯৭ জন জিপিএ-৫ লাভ করে। অনুষ্ঠানে সংবর্ধিত ছাত্রীরা ছাড়াও অভিভাবক ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

comments