কিশোরগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগী ও স্ট্রোকে প্যারালাইজড আক্রান্ত ৩৩৮ জন রোগীর মধ্যে ১ কোটি মোট ৬৯ লাখ টাকার চেক বিতরণ করেছে জেলা সমাজসেবা অধিদপ্তর। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম ফরহাদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান খান।
পরে অনিরাময়যোগ্য ৩৩৮ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
Comments
comments