ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. বিনোদন
  7. ভিডিও গ্যালারি
  8. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার তিন

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের রশিদাবাদ ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ময়মনসিংহের ধোবাউরা থানার নেপোলিয়াপাড়ার আব্দুস সাত্তারের ছেলে তোফাজ্জল (২২), একই থানার বালিগাও গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে বাবুল ইসলাম(৫৫) ও ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোপিনগর গ্রামের সামসু মিয়ার ছেলে নয়ন মিয়া(৪৫)।

পুলিশ জানায়, রোববার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজ এলাকায় পুলিশের একটি টিম চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালে ময়মনসিংহ হালুয়াঘাট থেকে আসা একটি সিএনজিকে থামতে বলে পুলিশ। সিএনজিটি তল্লাশির সময় যাত্রী বসার সিটের পিছন থেকে প্লাস্টিকের বস্তা এবং বাজারের হ্যান্ডব্যাগে রাখা বিভিন্ন ব্র্যাণ্ডের ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে জব্দ করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

comments