ঢাকাসোমবার , ২৫ জুলাই ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ৪৮ ঘন্টার মধ্যে আদালতে হত্যা মামলার চার্জশিট

প্রতিবেদক
Kolom 24
জুলাই ২৫, ২০২২ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে ভাগ্নে কর্তৃক মামীকে জবাই করে হত্যা মামলার ৪৮ ঘন্টার মধ্যে আদালতে মামলার চার্জশিট দিয়েছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (২৫ জুলাই) সকালে কিশোরগঞ্জ আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। সোমবার রাতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল আমিন।

ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন যাবত ভাগ্নে মামুন এবং তাইজুলের পরিবারের মাঝে পারিবারিক কলহ ছিল। শনিবার দুপুরে তাইজুলের স্ত্রী রান্না করার জন্য প্রস্তুতি নেয়ার সময় ভাগনে মামুন ঘরে প্রবেশ করে মামীর সাথে ঝগড়া ফ্যাসাদ জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভাগনে মামুন তার মামীকে ধারালো ছুড়ি দিয়ে জবাই করে হত্যা করে।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, ঘটনার দিন রাতে নিহতের স্বামী তাইজুল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার রুজু হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে মামুনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। হত্যাকারী নিজে হত্যার দায় ১৬৪ ধারায় আদালতে স্বীকার ও মামলার তথ্য উপাত্ত, মামলার স্বাক্ষী পাওয়ায় আদালতে দ্রুত চার্জশিট দেওয়া সম্ভব হয়েছে বলেও তিনি জানান।

Comments

comments