ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ৫ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সংবাদ সম্মেলন করেছে সিভিল সার্জন কার্যালয়। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম বলেন, সোমবার (২০ ফেব্রুয়ারি) জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৯৯ হাজার ৭৭১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

সিভিল সার্জন চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম বলেন, জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ৩৪৩টি ওয়ার্ডের মোট ২ হাজার ৭৪৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী মিলে মোট ৬ হাজার ৭৯৯ জন দায়িত্ব পালন করবেন।

এর আগে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার চিকিৎসক মো. মাহবুবুর রহমান পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্যাম্পেইন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ তথ্য অফিসের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোঃ শামছুল হকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কমর্রত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Comments

comments