ঢাকামঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ৬৬টি ট্রেনের টিকিটসহ কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য আটক

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ২০, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে ৬৬টি ট্রেনের টিকিটসহ কালোবাজারি চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যাক্তির নাম মোঃ জীবন (৩০)। সে কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার মীর জাহান উদ্দিনের ছেলে।

র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি কালোবাজারি চক্র কিশোরগঞ্জ রেলওয়ে ষ্টেশনের আশপাশের এলাকায় ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে অবৈধভাবে নিজেদের কাছে মজুদ করে সাধারণ জনগনের মাঝে বেশি দামে টিকিট বিক্রয় করে। তথ্যের সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জীবনকে আটক করা হয়। এ সময় জীবনের কাছ থেকে কিশোরগঞ্জ টু ঢাকাগামী ট্রেনের ৬৬ টি আসনের অগ্রিম টিকিট, ০১টি মোবাইল ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ শাহরিয়ার মাহমুদ খান জানান, জীবন প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিকিট কালোবাজারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। কিশোরগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments