কিশোরগঞ্জ জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। জেল সুপার শামীম ইকবাল জানান, রোববার (০২ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত কয়েদি আলেক চান (৬৫) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার মমরোজের ছেলে। আলেক চান একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
কারাগারের জেল সুপার ‘আজকের পত্রিকা’কে জানান, দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগছিলেন আলেক চান। আলেক চানের হার্ট ডিসিজ থাকার কারণে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা শেষে গত শনিবার (০১ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা কারাগারে আনা হয়।
তিনি জানান, রোববার দিবাগত রাত ১১টার দিকে কারাগারের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন আলেক চান। পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টা ৪৫ মিনিটে আলেক চানকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার শামীম ইকবাল আরও জানান, ২০১৫ সাল থেকে একটি হত্যা মামলায় কিশোরগঞ্জ জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে জেল খাটছেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
Comments
comments