কিশোরগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ অর্থ বছরের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে জেলা কর আইনজীবী সমিতিতে সদস্যগণের সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। নতুন কমিটির সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আইনজীবী মোঃ মাহমুদুল ইসলাম জানু ও সাধারণ সম্পাদক পদে আইনজীবী মোঃ সাইফুল হক মোল্লা দুলু মনোনীত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে আইনজীবী মনসুর আলম বুলবুল, সহ-সাধারণ সম্পাদক পদে কর আইনজীবী মোঃ মাজহারুল হক (মাজহার মান্না), কোষাধ্যক্ষ পদে আইনজীবী মোঃ রাকিবুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট মোঃ সেলিম উদ্দিন মনোনীত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে আইনজীবী মোঃ আবুল কাসেম, কর আইনজীবী একেএম রফিকুল ইসলাম ভূঁইয়া, কর আইনজীবী মোঃ শফিকুল ইসলাম, কর আইনজীবী সালাহউদ্দিন আহামদ, আইনজীবী আ.স.ম. মকবুল কাঞ্চন, আইনজীবী মোঃ মাহমুদুল হাসান ও কর আইনজীবী রাজন কুমার দেবনাথ মনোনীত হয়েছেন।
কিশোরগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্যগণ এক বিবৃতিতে বারের বিগত বছরের ধারাবাহিকতায় নতুন এই কমিটির অনুমোদন দেয়ায় সকল সম্মানিত সদস্যবৃন্দের প্রতি ও শুভানুধ্যায়ীসহ সকল মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বারের আগামী দিনের কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে সকল সম্মানিত সদস্যবৃন্দের সহযোগিতা কামনা করেন।
এদিকে জেলা কর আইনজীবী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি প্রকাশের পর সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে মনোনীত সকল সম্মানিত সদস্যগণকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণি পেশার লোকজন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় তারা মনোনীত সকল নেতৃবৃন্দ তাঁদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনে সক্ষম হবেন-এমনটাই প্রত্যাশা করেছেন।
Comments
comments